শেরপুরে দোয়া ও মিলাদ মাহফিল - বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের আস্থার প্রতীক: মাহমুদুল হক রুবেল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের আস্থার প্রতীক। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি ছিলেন এক অনন্য রোল মডেল।”
শনিবার (১৭ জানুয়ারি) রাতে শ্রীবরদী উপজেলার রানিশিমল ইউনিয়ন মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া আদর্শই বিএনপির ভবিষ্যৎ রাজনীতির মূল চালিকাশক্তি। সেই আদর্শ অনুসরণ করেই বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান জনগণের সমর্থন নিয়ে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবেন। দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।”
দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সহধর্মিণী মিসেস ফরিদা হক দিপা এবং তাঁর একমাত্র পুত্র মোঃ রাফিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন ও উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল আরও বলেন, “জাতির স্বার্থরক্ষায় বেগম খালেদা জিয়া ছিলেন দৃঢ়চেতা ও আপসহীন নেত্রী। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা ছিল অসাধারণ। তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এক অতন্ত্র প্রহরী।” এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান।
দোয়া মাহফিলে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)