জামালপুরে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস উৎযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে” এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস উপলক্ষে জামালপুর জেলা শ্রমিক দলের আয়োজনে পহেলা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উৎযাপন করা হয়েছে। শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয় থেকে বকুলতলা পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুস সোবাহান, জামালপুর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক সহ জেলা বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। র‌্যালীতে বিভিন্ন সাজ সজ্জিত হয়ে ও ডাক ঢোল বাজিয়ে শ্রমিকরা উল্লাস করে  আন্তর্জাতিক শ্রমিক দিবস উৎযাপন করেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)