![]() |
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম |
মোঃ আতাউর রহমান সানি \
জামালপুর সদর উপজেলার বর্তমান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে পড়া জামালপুর সদরের শিক্ষার মান উন্নয়নে আমূল পরিবর্তের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন অনিয়ম, রোধ করতে ও শিক্ষার মান উন্নয়নে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করে যাচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে তিনি নিয়মিত পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করণ, ঝড়ে পড়া শিক্ষার্থীদের হার কমানো, তথা শিক্ষার সার্বিক মান উন্নয়নে নিরলস ভূমিকা পালন করে যাচ্ছেন। এ বিষয়ে জামালপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমি জামালপুর সদরে গত ৯ মার্চ ২০২৫ খ্রি. যোগদানের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারি যে, এ উপজেলায় শিক্ষার হার খুবই কম, এখানকার শিক্ষার্থীদের অনেকেই জামালপুর জেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে পড়াশোনা করে। আমি আশা করি, বিভিন্ন সমস্যা প্রতিরোধ করে এ জামালপুর সদর উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে। শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেবার মান বাড়ানোর জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তিনি। তিনি সকলের সার্বিক সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন