শেরপুরে যুব দলের ঢাকা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর থেকে ।।
২৮ মে ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় শেরপুর জেলা যুবদলের রাজনৈতিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ২২ মে বৃহস্পতিবার শেরপুর জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ে সকাল ১১.৩০ঘটিকার সময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাহারুল ইসলাম আতা, এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সমম্বয়ক (ময়মনসিংহ বিভাগ) এর মোঃ সাইদুর রহমান
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ বিভাগ যুবদল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সহ-সমম্বয়ক (ময়মনসিংহ বিভাগ) ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর যুবদলে জোবায়েদ হোসেন শাকিল,
বিশেষ অতিথি সাবেক সদস্য যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, প্রস্তুতি সভার সহ সমম্বয়ক-২ (ময়মনসিংহ বিভাগ) এর এডভোকেট আশরাফ জালাল খান মনন।
সভাপতিত্ব করেন শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ।
আরো উপস্থিত শেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি জিতেন্দ্র মজুমদার, সহ সভাপতি মীর কাসেম, সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ মফিজুল ইসলাম মোল্লা, যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান, শেরপুর সদর যুব দলের আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব মোঃ আওয়াল সরকার, শেরপুর সদর শহর যুব দলের আহ্বায়ক জাইদুল ইসলাম, সদস্য সচিব আবু আশরার রনী।এছাড়াও সভায় শেরপুর জেলা ও উপজেলা পৌর যুবদলের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,রাজনীতি নিয়ে কোন ছিনিমিনি খেলতে যুবদল দিবে না, ২৮ মে ঢাকা বিভাগীয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কে সফল করতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঢাকায় এ সমাবেশ । জেলার নেতৃবৃন্দের আগমনে প্রস্তুতি সভাটি এক সময় জনসভায় রূপ নেয়। শেরপুর জেলা থেকে পত্র লোকজন নিয়ে ঢাকায় উপস্থিত থাকবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বক্তাগণ বলেন, তারেক রহমান ডাকে বিএনপি সাথে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সকল অংগসংগঠন মাঠে থাকবে। কোন সব ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত।
আজ দেশের মানুষ নির্বাচন চায়। ফ্যাসিস্ট সরকার ক্ষমতাচ্চ্যুত হয়ে দেশে থেকে পালিয়ে যাওয়ার পর আরেকটি শক্তি জেকে বসেছে। অতিদ্রুত দেশে সাধারন নির্বাচন না দিলে দলের কেন্দ্রীয় ঘোষনার পর যমুনা ঘেরাও কর্মসুচী দেওয়া হয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)