নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে মেলান্দহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফা মুন্সির বাড়ির উঠান থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মনোয়ার হোসেন (৪৩), পিতা দেলোয়ার হোসেন, মাতা মনোয়ারা বেগম, কাজীপাড়া; আল আমিন ওরফে গেঞ্জি আল আমিন (৩৮), পিতা গোলাম মোস্তফা মুন্সি, মাতা আনেছা বেগম, ঠিকানা ভালুকা, বর্তমানে মাস্টার কলোনী, নাগেরপাড়া; এবং আল আমিন সরকার (৪২), পিতা জুলহক ব্যাপারী, মাতা সালেহা বেগম, গ্রাম চাকদহ (সর্দার বাড়ি)। তিনজনই মেলান্দহ থানার আওতাধীন এলাকার বাসিন্দা।
জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি-১-এর একটি দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) আব্দুল্লাহ আল আজাদ ও এসআই (নিঃ) আব্দুল মতিন।
আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন