জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

নিজস্ব প্রতিবেদক ।।
"প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, অপচনশীল প্লাস্টিক ও পলিথিন পণ্য মাটির উর্বরতা নষ্ট করে, মানবদেহের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টির পাশাপাশি জীববৈচিত্র ধংস করছে। পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। শহরে জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ এই প্লাস্টিক ও পলিথিন বর্জ্য। পলিথিন ব্যবহারে সবাইকে নিরুৎসাহিত করতে তিনি উপস্থিত অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৬ এর ক ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সরকার কঠোরভাবে যে কোন প্রকার পলিথিন শপিং ব্যগ বা এরূপ সামগ্রীর উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রি, বিক্রির জন্য প্রদর্শন, মজুদ, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন, বা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে এবং বর্ণিত আইনে শাস্তি ও জরিমানার বিধান রেখেছে।

জামালপুর পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি'র সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট, পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।
র‍্যালি ও আলোচনা সভায় উন্নয়ন সংঘ, ওয়ার্ল্ড ভিশন, বিডি ক্লিন, অধম্য-১৯, গার্লসগাইডসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধীক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)