জামালপুরে প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি ও সচেতনতায় দিনব্যাপী সভা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক ।।

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গণে আজ মঙ্গলবার দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে এবং অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের মাধ্যমে অস্ট্রেলিয়ান সরকারের অর্থায়নে পরিচালিত 'জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN)' প্রকল্পের আওতায় এই সভার আয়োজন করা হয়।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ রহুল আমীন। এরপর স্বাগত বক্তব্য রাখেন জেন্ডার DRR & CC কর্মকর্তা সাদেকা বেগম। তিনি তাঁর বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, ডোনার সংস্থা, সেইফগার্ড পলিসি ও দুর্নীতি বিরোধী বার্তাসহ প্রতিবন্ধীতার সংজ্ঞা, ধরণ, বৈশিষ্ট্য ও তাদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সে বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহাদৎ হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের মানবিক ও দক্ষতামূলক বিকাশে সরকার নানাবিধ সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে সমাজসেবা অফিস প্রতিবন্ধীদের সবধরনের সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, ইউনিয়ন সমাজকর্মী মোছা: নাজমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা সুচী, SACMO ডা. শারমীন সিরাজী এবং দূর্বার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো: মোস্তফা ও সহ-সভাপতি মো: হামিদ।

সভায় উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা। এ সময় সভা বাস্তবায়নে সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর তৃপ্তি খাতুন ও নীলা আক্তার।


সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, পিজি সদস্য, গন্যমান্য ব্যক্তি, ইমাম, শিক্ষক, কিশোরী ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করেন।

এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের মাঝে প্রতিবন্ধীদের অধিকার, সমান সুযোগ ও সামাজিক অন্তর্ভুক্তি সম্পর্কে সচেতনতা জোরদার করা হয়। জেসমিন প্রকল্পের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানায় এবং ভবিষ্যতে এমন আরও কর্মসূচির প্রত্যাশা ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)