সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ রহুল আমীন। এরপর স্বাগত বক্তব্য রাখেন জেন্ডার DRR & CC কর্মকর্তা সাদেকা বেগম। তিনি তাঁর বক্তব্যে প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম, ডোনার সংস্থা, সেইফগার্ড পলিসি ও দুর্নীতি বিরোধী বার্তাসহ প্রতিবন্ধীতার সংজ্ঞা, ধরণ, বৈশিষ্ট্য ও তাদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও তিনি প্রতিবন্ধীদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সে বিষয়ে উপস্থিত সবাইকে সচেতন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহাদৎ হোসেন। তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারা আমাদের সমাজেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের মানবিক ও দক্ষতামূলক বিকাশে সরকার নানাবিধ সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, সরকারি প্রতিষ্ঠান হিসেবে সমাজসেবা অফিস প্রতিবন্ধীদের সবধরনের সুবিধা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, ইউনিয়ন সমাজকর্মী মোছা: নাজমা বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সানজিদা সুচী, SACMO ডা. শারমীন সিরাজী এবং দূর্বার প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো: মোস্তফা ও সহ-সভাপতি মো: হামিদ।
সভায় উপস্থাপনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পের কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা। এ সময় সভা বাস্তবায়নে সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর তৃপ্তি খাতুন ও নীলা আক্তার।
এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় জনগণের মাঝে প্রতিবন্ধীদের অধিকার, সমান সুযোগ ও সামাজিক অন্তর্ভুক্তি সম্পর্কে সচেতনতা জোরদার করা হয়। জেসমিন প্রকল্পের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানায় এবং ভবিষ্যতে এমন আরও কর্মসূচির প্রত্যাশা ব্যক্ত করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন