মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ও আহত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের স্মরণে আজ ২৫ জুলাই শুক্রবার বাদ জুমা সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের চৌখা জামিয়া হোসেন আলী সাকিব সিদ্দিকী নূরানী এতিমখানা ও ক্বওমী হাফিজিয়া মাদ্রাসায় এক দোয়া মাহফিল ও মিলাদের আয়োজন করা হয়।
এই আয়োজনটি করেছে হোসেন আলী সাকিব সিদ্দিকী ট্রাস্ট। মাহফিলে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা শুধু একটি প্রতিষ্ঠান নয়, গোটা জাতিকে কাঁদিয়েছে। আমাদের সবার উচিত—এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো ও তাদের মনোবল জোগানো।”
মাহফিল শেষে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আহতদের সুচিকিৎসার জন্য সবাই মিলে বিশেষ দোয়া করেন।
অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন মোঃ আবু বক্কর সিদ্দিক।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন