১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুটামনি উচ্চ বিদ্যালয়ের স্কুলসংলগ্ন রাস্তায় চরম ভোগান্তি, এলাকাবাসীর দ্রুত সংস্কারের দাবি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

 


নিজস্ব প্রতিবেদক \ 

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামের দুইটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান—১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কুটামনি উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া রাস্তার বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

রাস্তার অবস্থার এমনই করুণ দশা যে, সামান্য বৃষ্টিতেই তা কাদায় পরিণত হয়। কোথাও কোথাও সৃষ্টি হয় গর্ত ও কর্দমাক্ত জলাবদ্ধতা। ফলে স্কুলে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তাটি হয়ে ওঠে চলাচলের অনুপযোগী। শুধু শিক্ষার্থী নয়, এই রাস্তা দিয়েই প্রতিদিন কয়েকটি গ্রামের অসংখ্য মানুষ অটোরিকশা, বাইসাইকেল ও মোটরসাইকেলযোগে যাতায়াত করে থাকেন। দুরবস্থার কারণে যাত্রাপথে যানবাহন প্রায়ই আটকে পড়ে, ঘটছে দুর্ঘটনাও।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা দু’টি স্কুল ছাড়াও আশপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষ ব্যবহার করে থাকে। অথচ বছরের পর বছর ধরে রাস্তাটির কোনো মেরামতের উদ্যোগ দেখা যায়নি। বর্ষা আসলেই দুর্ভোগ বাড়ে, শুকনো মৌসুমেও ধুলাবালি ও গর্তের জন্য চলাচল কষ্টকর হয়ে পড়ে।

কুটামনি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, “বৃষ্টি হলেই রাস্তাটা একেবারে কর্দমাক্ত হয়ে যায়। জুতা খুলে পানি পেরিয়ে স্কুলে আসতে হয়। অনেক সময় পড়ে গিয়ে কাপড় নষ্ট হয়।” অন্যদিকে এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুইটা স্কুলের এত শিক্ষার্থী প্রতিদিন এই রাস্তায় হাঁটে, অথচ দেখার কেউ নেই। এটা খুবই লজ্জার বিষয়।”

এলাকাবাসীর মতে, সরকারি নজরদারির অভাব এবং স্থানীয় জনপ্রতিনিধিদের উদাসীনতার কারণেই এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিনের পর দিন এমন অবস্থায় পড়ে রয়েছে। তারা দাবি করেছেন, দ্রুত এই রাস্তাটির সংস্কার ও পাকা করণের উদ্যোগ নেওয়া হোক।

স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ এবং প্রশাসনের জরুরি পদক্ষেপই পারে এই ভোগান্তির অবসান ঘটাতে। কারণ কেবল শিক্ষার্থী নয়, এই রাস্তাটি ব্যবহার করেন রোগী, বৃদ্ধ, নারীসহ নানা শ্রেণির মানুষ। আর শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক এতো গুরুত্বপূর্ণ একটি রাস্তা এমন অবস্থায় পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়—এটাই বলছে পুরো কুটামনি গ্রামের মানুষ।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)