শেরপুর জেলা পুলিশ হতে সম্প্রতি পিআরএলগামী শেরপুর সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল করিম এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৯ জুলাই বেলা ১৪ ঘটিকায় শেরপুর সদর থানা পুলিশ আয়োজনে শেরপুর সদর থানায় অনুষ্ঠানিকভাবে শেরপুর সদর সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল করিম এর অবসরজনিত কারনে বিদায় সংবর্ধনা,ক্রেস্ট, উপহার সামগ্রী ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম, ওসি ডিবি মোঃ রেজাউল ইসলাম খান, ডিআইও-১ খন্দকার মোঃ শহীদুল হক-সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদর থানার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান ও অফিসারগন উপস্থিত ছিলেন।
এরপর বিকেলে শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ সুপার অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে জেলা পুলিশের চৌকস এই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাকে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন। বিদায়ী কর্মকর্তাকে একজন মেধাবী, চৌকস ও পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সুখ- শান্তি ও সাফল্য কামনা করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন