মোঃ আতাউর রহমান সানি \
২০২৪-২৫ অর্থবছরের কৃষি পূর্ণবাসন সহায়তাখাতের আওতায় প্রণোদনা কর্মসূচির মাধ্যমে আজ ১৩ জুলাই জামালপুর সদরের কৃষকদের মাঝে বিনামূল্যে ৪০০টি তালের চারা ও বেড়া বিতরণ করা হয়েছে। তালগাছ পরিবেশবান্ধব এবং বজ্র নিরোধক গাছ হিসেবে পরিচিত হওয়ায়, এই উদ্যোগটি প্রাকৃতিক দুর্যোগের সময় প্রাণহানি রোধে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জামালপুর সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষক সংগঠনের মাঝে এই চারা ও বেড়া বিতরণ করা হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো গ্রামীণ এলাকায় তালগাছের সংখ্যা বৃদ্ধি করে বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা।
উপজেলা কৃষি অফিসার মোঃ এমদাদুল হক জানান, “তালের গাছ বজ্রপাত নিরোধে একটি কার্যকর উদ্ভিদ। কৃষকদের উদ্বুদ্ধ করে আমরা পরিবেশবান্ধব গাছের চাষাবাদে আগ্রহী করে তুলতে চাই।” এ উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জামালপুর সদর সক্রিয় ভূমিকা রাখে। স্থানীয় কৃষকদের মধ্যে এ ধরনের কার্যক্রম ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আগামী দিনে আরও বৃহৎ পরিসরে বিতরণের পরিকল্পনার কথাও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন