জামালপুরের রৌমারী বিল ও টুপকার চরের মনোরম প্রাকৃতিক দৃশ্যপটকে কেন্দ্র করে নির্মিত হয়েছে হৃদয়ছোঁয়া এক স্যাড গান ‘জীবন আমার ভাঙ্গা নৌকা’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রিয়াদ আহসান। শ্রোতাদের অনুভূতিকে গভীরভাবে স্পর্শ করার মতো এই গানে সঙ্গীত আয়োজন করেছেন আয়াশ খান।
চলচ্চিত্রের মতো করে নির্মিত এই ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন শেখ শুভ, সম্পাদনা ও রঙ-বিন্যাস করেছেন টি ডি দীপক। পরিচালনায় ছিলেন মুস্তাকিম বিল্লাহ। গানের পোস্টার ডিজাইন করেছেন রনি আকন্দ ও মোয়াজ্জেম হোসেন।
দর্শকদের হৃদয়ে স্থান করে নেওয়ার আশায় নির্মিত গানটি ইতোমধ্যে রিয়াদ আহসানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। গানটির চিত্রায়নে ব্যবহার করা হয়েছে জামালপুরের প্রাকৃতিক সৌন্দর্য, যা গানের বিষণ্ন আবহের সঙ্গে চমৎকারভাবে মিশে গেছে।
এর আগে রিয়াদ আহসানের কণ্ঠে গাওয়া ‘এমন জীবন কেনো দিলা’ গানটি ইউটিউবে অফিসিয়ালি মাত্র ১০ মাসেই অতিক্রম করেছে ৮০ মিলিয়নেরও বেশি ভিউ। এই জনপ্রিয়তা প্রমাণ করেছে গানটি মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে পৌঁছাতে পেরেছে।
গানটির পরপরই রিয়াদ আহসান একের পর এক গান প্রকাশ করে যাচ্ছেন, যেগুলোর প্রায় প্রতিটিই পেয়েছে শ্রোতাদের ভালোবাসা ও জনপ্রিয়তা। এর মধ্যে উল্লেখযোগ্য গানগুলো হলো—‘তোমার সুখ থাকবেনা বেশিদিন’, ‘শখের নারী’, ‘না জানি কোন দোষে’, ‘ঐ খোদায় জানে’, ‘কি করে ছাড়বো তোমায়’ এবং ‘তুমি মনতো দিলা না’।
এছাড়াও তিনি নিয়মিত নাটকে গান করছেন, যার মাধ্যমে নাট্যসংগীতেও তার অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে। শীঘ্রই তার কণ্ঠে আরও কিছু নতুন ও মানসম্পন্ন গান প্রকাশ পাবে বলে জানা গেছে।
গানের ভাষা, সুর ও নির্মাণ—সব মিলিয়ে রিয়াদ আহসান আধুনিক গানের জগতে একজন প্রতিশ্রুতিশীল শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন