সাংবাদিক তুহিন হত্যাসহ সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদ ও ফাসি দাবী করে শেরপুর প্রেসক্লাবের মানববন্ধন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা, সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন, হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে শেরপুর প্রেসক্লাব ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে। ১০ আগস্ট দুপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কালামের ও সাংবাদিক কাকন রেজা ও সঞ্চালনা করেন সাংবাদিক মহি উদ্দিন সোহেল।
বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, দেবাশীষ সাহা, কার্যকরী সদস্য সুলতান আহমেদ ময়না, দপ্তর সম্পাদক নাঈম ইসলাম, প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান রিপন, উপজেলার থেকে আগত সাংবাদিক সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। এছাড়াও বিপুল সংখ্যক সাংবাদিক মানববন্ধনে অংশগ্রহণ করেন।
বক্তারা তুহিন হত্যাসহ সাংবাদিকদের ওপর সকল হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)