১০ আগস্ট শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। সঞ্চালনায় ছিলেন স্থানীয় সরকারের ( ভারপ্রাপ্ত) উপ পরিচালক ও শেরপুর সদর পৌর প্রশাসক মোহাম্মদ শাকিল আহমেদ, সভায় প্রয়োজনীয় পদক্ষেপ ও পরামর্শক হিসেবে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম,শেরপুর জেলা ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন, ডাঃ মুহাম্মদ শাহীন, ৩৯ বিজিবির উপ পরিচালক তাহসিন উদ্দিন মাহমুদ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক কাকন রেজা, শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, জেলার অন্যান্য উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন, শেরপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, জামায়েত ইসলামী শেরপুর জেলার শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ ও সেক্রেটারি মুফতি ফখরুদ্দীন রাজী, শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক মোঃ তৌহিদুর রহমান পাপ্পু, সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুধীজন উক্ত সভায় অংশগ্রহণ করেন।
সভায় জেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জেলা প্রশাসক বলেন জেলায় যে সমস্ত প্রাইভেট ক্লিনিক রয়েছে এগুলোর লাইসেন্স এবং ভুয়া ডাক্তার রোধে বিভিন্ন ধরনের টেস্ট সঠিক যাচাই-বাছাইয়ের মাধ্যমে সঠিক হচ্ছে কিনা সেদিকে নজর রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন, ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন শেরপুর জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছে জেলার ক্যাম্পগুলো থেকে যে সকল সহযোগিতা চাওয়া হয় তৎক্ষণাৎ জেলা পুলিশ আমাদেরকে সহযোগিতা করে থাকে। সেজন্য জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কে তার ও সেনা ক্যাম্পের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।
পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন আইন শৃঙ্খলা ভালো থাকবার জন্য শুধু আমাদের উপর ভরসা না করে আপনার সন্তান আপনার প্রতিবেশী দের প্রতি নজর রাখুন সঠিক দিক নির্দেশনা দিন। সামাজিকভাবে ভালো মানুষগুলো ঐক্য গড়ে তুলুন যার মাধ্যমে দুর্নীতি দমন করা এবং আমাদের সহযোগিতার মাধ্যমে আইনশৃঙ্খলার পূর্ণতা পাবে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন