সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।
আগামী ২২ আগস্ট শেরপুর চেম্বার অফ কমার্সের নির্বাচন স্থগিত করেছে শেরপুর আদালতের সিনিয়র সহকারি জজ তাহমিনা আফরোজ তানি।আজ দুপুর ২টার দিকে আদালতে এই সিদ্ধান্ত দেয়।
আদালত সুত্র জানায় ১১ আগষ্ট রবিবার আদালতে অন্য প্রকার মামলা নামে এই মামলা দায়ের করেন উক্ত মুকোদ্দমার নম্বর ২৫৯,
জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহাম্মেদ ছিদ্দিকি বাবু, মামলা শুনাননি করেন মুল আইনজীবি বিএনপি নেতা আখতারুজ্জামান,সহযোগীতায় ছিলেন জেলা বিএনপির আহবায়ক এড.সিরাজুল ইসলাম,বিশেষ পিপি এড.রুবি ও আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক,বিএনপি নেতা আতাহার আলী।মামলার মুল আইজবীবি আখতারুজ্জামান জানিয়েছেন সংক্ষব্ধ বাদী পক্ষ আদালতে অভিযোগ করেন চেম্বারের অধিকাংশ ভোটার ভুয়া,এক নামে একাধিক ভোটারের নাম আছে।আদালত বিষয়টি আমলে নিয়ে আজ এই সংক্রান্ত রায় দেয়।রায়ে বিচারক লিখেন ত্রুটি যুক্ত ভোটার তালিকা ঠিক করা না পর্যন্ত ওই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকবে।আগামি ২২ তারিখ নির্বাচনে স্থগিত ও চেম্বার সভাপতি আরিফ হোসেন,চেম্বার সচিব হারুণ অর রশিদ.প্রধান নির্বাচন কমিশনার এড.মাহবুব আলম রকিব ও বাছাই কমিটির আহবায়ক এড.এমকে মোরাদুজ্জামানকে ৭দিনের কারণ দর্শাতে বলা হয়েছে।এতে অন্তত নয় বছর পরে আগামী ২২ আগস্ট চেম্বারের জমজমাট নির্বাচন বন্ধ হয়ে গেল।
গত ২৩ জুলাই বিকাল ৩ টা হইতে রাত ৮ টা পর্যন্ত শেরপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র বিতরণ করা হয়। ২৪ জুলাই পরের দিন জমা ও রাত ৮ টা ৩০ মিনিট হইতে মনোনয়নপত্র বাছাই এর কাজ আরম্ভ করা হয় । মনোনয়নপত্র বাতিল হলে প্রার্থী /প্রার্থীগণ চেম্বারের সচিবের নিকট ৫০০০ টাকা আপিল ফি বাবদ প্রদানপূর্বক আপিল বোর্ডে আবেদন করার শেষ তারিখ ২৫ জুলাই শুক্রবার বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত ছিল। আপিল নিষ্পত্তির তারিখ ও সময় ২৫ শে জুলাই শুক্রবার রাত্রি ৮ঃ০০ ঘটিকা পর্যন্ত ছিল । ২৬ শে জুলাই শনিবার রাত্রি ৮ঃ০০ ঘটিকায় বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয় প্রত্যাহারের শেষ তারিখ ৪ আগস্ট সোমবার বিকাল পাঁচটা পর্যন্ত পরে সাধারণ ক্যাটাগরিতে ৪৯, সহযোগীকে ক্যাটাগরিতে ১৪ ও ট্রেড ক্যাটাগরিতে পাঁচজন জমা জমাকৃত সকলেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচিত হন। ৪ আগস্ট সোমবার রাত্রি ৮ঃ০০ ঘটিকায় প্রার্থিতা প্রত্যাহারের এর শেষ দিনে সাধারণ ক্যাটাগরিতে ৪৯ এর মধ্যে ২৫ জন ধার করলে ২৪ জন ,সহযোগীকে ক্যাটাগরিতে ১৪ জনের মধ্যে চারজন প্রত্যাহার করলে ১০ জন এবং ট্রেড ক্যাটাগরিতে পাঁচজনের মধ্যে তিনজন প্রত্যাহার করলে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ পর্যায়ে নির্বাচন ২২ আগস্ট শুক্রবার সকাল ৮ ঘটিকা হইতে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত হওয়ার মধ্যে নির্বাচন আদালতের আদর্শে থমকে গেল।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন