বকশীগঞ্জে ‘জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

রাশেদুল ইসলাম রনি \
জামালপুরের বকশীগঞ্জে “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। ১২ আগস্ট মঙ্গলবার দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

র‌্যালি শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি, যুব উদ্যোক্তা শামীমা বেগম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোছাঃ কনিকা খাতুন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রাফিউজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমি সহ গণমাধ্যম কর্মী ও প্রশিক্ষণ প্রাপ্ত যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ২ জন প্রশিক্ষিত যুবক-যুবতীকে ৩ লাখ টাকার যুব ঋনের চেক প্রদান করা হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)