সুলতান আহমেদ ময়না (শেরপুর প্রতিনিধি)
শেরপুর গত বছর এই দিনে শেরপুরে ছাত্র আন্দোলনে ২০২৪ সালের ৪ ই আগস্ট তিনজন নিহত হয়। সারা দেশে সকল জুলাই ও আগষ্ঠ নিহতদের স্বরণে এ বৃক্ষ চারা রোপন ও বিতরণ সপ্তাহ ব্যাপী কর্মসূচি আয়োজন করে সাংবাদিক কল্যাণ সংস্থা, শেরপুর,এই বৃক্ষ চারা রোপণ- বিতরণ কর্মসূচি সহযোগিতায় ছিলেন এস এম ফাউন্ডেশন শেরপুর, এবং আসল কাজ শেরপুর। এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে কৃষ্ণচূড়া, শোনালো, জারুল, কাট মালতি, কামিনী, পলাশ, মেহেদী, আম, জাম, কাঁঠাল, লিচু, আমরা, আমলকি, অরবরই, গোলাপজাম, জামরুল, চালতা, জলপাই, লেবু, পেয়ারা, নিম গাছ, হর্তকি তেজপাতা, ইত্যাদি ফুলজাত, ফলজাত, ঔষধি, মসলা জাতীয় ৫৬০ টি গাছ বিনামূল্যে রোপন ও বিতরণ করা হয়।
শেরপুরে গত সোমবার সকাল নয়টা থেকে বিকালে ছয়টা ৩০ মিনিট পর্যন্ত বৃক্ষ চারা রোপণ করে সপ্তাহব্যাপী কর্মসূচি সমাপ্তি করেন । ৫ ই আগস্ট সপ্তাহ ব্যাপী কর্মসূচি উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি মাসুদ হাসান বাদল।
শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি বিশিষ্ট কবি সাহিত্যিক ও শেরপুর কন্ঠ অনলাইন পত্রিকার সম্পাদক রফিক মজিদ, শেরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জেলা প্রতিনিধি আরটিভিও নয়া দিগন্ত। সাংবাদিক কল্যান সংস্থা শেরপুর জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম মানিক,সদস্য সচিব ও শেরপুর প্রেসক্লাব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান রিপন, যুগ্ন সম্পাদক ও শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ,যুগ্ম আহ্বায়ক শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য হোসাইন আহম্মদ মোল্লা মামুন,শেরপুর প্রেসক্লাবের কোষাধক্ষ্য জুবায়দুল ইসলাম নিউজ ২৪ টিভি,শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নাঈম ইসলাম বাংলা টিভি, প্রেসক্লাবের নির্বাহী সদস্য শাহরিয়ার শাকির দৈনিক বাংলাদেশ খবর, সাংবাদিক সিফাত হাসান , লিটন চন্দ্র সাহা, ফুয়াদ উল্লাহ, আরিফুল হাসান আরিফ, রাহুল আমিন সোহেল,ওমর ফারুক, গোলাম মেহেদী সোহাগ, রাশেদুল ইসলাম রবিন পোস্ট মাস্টার খন্দকার আব্দুল নুর কুতুবুল আমিন,নিউ মার্কেট ব্যবসায়িক সমিতি সভাপতি এমদাদুল হক হীরা, শহর বিএনপি সাবেক সদস্য সচিব আব্দুল লতিফ,কায়সার আহমেদ ফারুক, জেলা জাসাস এর সভাপতি রমজান আলী,শ্রমিক নেতা মো নুর ইসলাম, আক্কাস আলী, ও পৌর পানি ওভার ওভার হেড এর স্টাফ শামীম আহমেদ, মো. কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সপ্তাহ ব্যাপী এ বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি পরিচালনায় সাংবাদিক সুলতান আহমেদ ময়না, ৩৬ জুলাই গনঅভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তিতে চিত্রাংকন প্রতিযোগিতা কবিতা পাঠ শেরপুর প্রেসক্লাব এর তিন দিন কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ৬ই আগস্ট চিত্রাঙ্গন প্রতিযোগিতা শিশু, ছাত্র-ছাত্রীদের বৃক্ষ চারা বিতরণ, ৭ ই আগস্ট বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ চারা বিতরণ করা হয় এবং ১২ই আগস্ট শহরের গৃর্দ্দা নারায়ণপুর পৌর ওভারহেড পানির ট্যাংকি ভেতরে, রঘুনাথ বাজার পোষ্ট অফিস এলাকায়, শিল্পকলা একাডেমী মসজিদের পাশে , পৌর ঈদগা মাঠের পাশে এ বৃক্ষ চারা রোপন করে এই কর্মসূচির সমাপ্ত করা হয়।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন