শেরপুরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0


সুলতান আহমেদ ময়না (শেরপুর প্রতিনিধি) 

শেরপুরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে "শিক্ষার মানোন্নয়ন, সামাজিক ও ব্যক্তি নিরাপত্তা' শীর্ষক অভিভাবক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ আগস্ট সকালে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ অভিভাবক সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ জাহিদ হাসান প্রিন্স।বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজুয়ান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জুবায়দুল আলম প্রমুখ সহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীরা নানা সমস্যার কথা তুলে ধরে তার সমাধানের জোর দাবি জানান। এ সময় শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর জোবায়দুল আলম বলেন ইতিমধ্যে আমরা শেরপুর জেলার প্রতিটা শিক্ষালয় শিক্ষার্থীদের ইভটিজিং, শিক্ষার্থীদের করণীয় শীর্ষক  সচেতনতা মূলক  উপদেশ  দিয়ে আসছি যা এখনো অব্যাহত রয়েছে। এবং অভিভাবকদের বলা হচ্ছে আপনার সন্তান  যেন বাসায় থাকে রাত্রিতে কোথায় যায় কি করে সেদিকে  আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। সংঘবদ্ধ হয়ে যেন কোন প্রকার বেআইনি কাজ না করে এ থেকে বিরত রাখার চেষ্টা করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)