বকশীগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্ম দিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৫ আগস্ট (শুক্রবার) বিকালে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি'র চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আব্দুল কাইয়ুমের সৌজন্যে, বিএনপি'র ত্যাগী ও পদবঞ্চিত নেতা কর্মীদের আয়োজনে বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বিএনপির ত্যাগী ও পদ বঞ্চিত নেতাকর্মীদের অস্থায়ী কার্যালয়ে জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম লিচু, উপজেলা মহিলা দলের সভাপতি শিউলি আক্তার শান্তি, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী বানী, যুগ্ম আহবায়ক আল আমিন বিদ্যুৎ, সাবেক যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি কাউসার আমিন,
পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন জজ, উপজেলা ছাত্রদলের বর্তমান সদস্য সচিব বায়েজিদ আল আমিন, পৌর বিএনপির সাবেক সদস্য মোশাররফ হোসেন, বগারচর ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফুল ইসলাম শাহীনসহ পৌর ও ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক নেতাকর্মী।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)