সরিষাবাড়ীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সরিষাবাড়ী প্রতিনিধি  ।।
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আরামনগরস্থ ঢাকা কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি এ কে এম ফয়জুল কবির তালুকদার শাহীন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সদস্য লাভিব উদ্দিন তালুকদার লিটন, প্রভাষক খায়রুল আলম শ্যামল, অধ্যাপক আমিমুল এহছান শাহীন প্রমুখ।
এসময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাসহ তারেক রহমানের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তন ও আগামীদিনে তাঁর সুদৃঢ় নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মান প্রত্যাশায় বিশেষ দোয়া করা হয়।
এছাড়া আগামী ২০ আগস্ট বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক মহাসচিব প্রয়াত আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি প্রনয়ণ এবং ২৩ আগস্ট জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সফল করতে সার্বিক আলোচনা করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)