শেরপুর জেলা সদর হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময় সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
আজ ২৫ আগস্ট ২০২৫, সোমবার জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ, শেরপুর এর উদ্যোগে সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।
সভায় স্বাস্থ্যসেবার বিদ্যমান চ্যালেঞ্জ, রোগীদের ভোগান্তি হ্রাস এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
স্বাস্থ্য বিভাগ ও সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টায় সদর হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে মর্মে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, সিভিল সার্জন মুহাম্মদ শাহীন, সদর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট মোঃ সেলিম মিয়া,জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবিকা মাদার তেরেসা খ্যাত প্রকৃতি প্রেমিক রাজিয়া সামাদ ডালিয়া, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মওলানা হাফিজুর রহমান ও শুরা সদস্য আলহাজ্ব জাকারিয়া আব্দুল বাতেন, বিএনপি নেতা আওয়াল চৌধুরী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্থগিত কৃত আহ্বায়ক মোঃ মামুনুর রহমান মামুন ও হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)