শেরপুর জেলায় মাসিক রাজস্ব সভা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
আজ ২৪ আগস্ট (রবিবার), জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে “জেলা মাসিক রাজস্ব সভা” অনুষ্ঠিত হয়।
সভায় ভূমি সেবা ডিজিটালাইজেশন, কর আদায়ের সুষ্ঠু প্রক্রিয়া ও নাগরিক সেবার মানোন্নয়ন বিষয়ক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
জেলা প্রশাসক মহোদয় মাঠপর্যায়ে সেবার গুণগত মান বৃদ্ধি, দুর্নীতি প্রতিরোধ এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত মাঠ পরিদর্শন, তথ্যের স্বচ্ছতা রক্ষা এবং জনসাধারণের অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, শেরপুর জেলার সরকারি কমিশনার (ভূমি) কর্মকর্তাগণ। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)