ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামায়াতে ইসলামীতে যোগদান

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
২৯ আগস্ট শুক্রবার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আল আমিন মাষ্টার সহ কয়েকজন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। দেওয়ানগঞ্জ দিগলকান্দি বিএম কলেজে এক অনুষ্ঠানে এই যোগদান অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় ফরম পুরণ করে ফুলের মালা দিয়ে তাদেরকে বরন করে নেন দেওয়ানগঞ্জ উপজেলার সংগ্রামী আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান। যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি ইসমাইল হোসেন , পৌরসভার আমীর হাফেজ আতিকুর রহমান, পৌর সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা আমীর মাহবুবুর রহমান বলেন যে কেউ জামায়াতের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সংগঠনে যোগ দিতে পারেন, আল্লাহ যেন আল আমিন মাস্টারকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের উপর অটল থেকে মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আজীবন টিকে রাখেন। মহান আল্লাহর নিকট এই কামনা করছি।
আল আমিন মাস্টার বলেন, জামায়াতে ইসলামীর শৃংখলা, আদর্শ ও বিভিন্ন কর্মকান্ড আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি জামায়াতে ইসলামীর সদস্য ফরম পুরণ করে যোগদান করেছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)