সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।
শেরপুর জেলায় “উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন—স্বপ্ন প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রযুক্তি বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিডিএলজি ও সদর পৌরসভার প্রশাসক মোহাম্মদ শাকিল আহমেদ।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজ জেসমিন। সঞ্চালনায় ছিলেন, রিজিওনাল ফোকাল মোঃ আমির আলী।
এছাড়াও কর্মশালায় অংশ নেন প্রজেক্ট কো-অর্ডিনেটর সাবিনা ইয়াসমিন, প্রজেক্ট অফিসার তাবাসসুম জান্নাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE), জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) এর প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নারীসহ স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন