শেরপুরে ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি \ 
আজ ০২ আগস্ট, ২০২৫ তারিখ (শনিবার) ছাত্র জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেরপুর কারিগরি প্রশিক্ষণ নকলার অধ্যক্ষ পীযুষ কান্তি সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর তরফদার মাহমুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ হাফিজা জেসমিন ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কানাশাখোলার অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মাঈনুদ্দিন, এ সমাবেশে উপস্থিত ছিলেন সম্মানিত রেমিট্যান্স যোদ্ধাগণের পরিবারবর্গ , কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সমূহের শিক্ষকবৃন্দ, সাংবাদিক ও সুধীজন।
অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে শেরপুর জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রবাসীদের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)