শেরপুরে (২ আগস্ট) জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্ব আনুষ্ঠানটি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই শহিদ ও আহত যোদ্ধাদের গর্বিত মায়েরা,জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মামুন ভূঁইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁঞা,শেরপুর জেলা জামাতের শুরা সদস্য আলহাজ্ব আব্দুল বাতেন, বৈষ্ণব বিরোধী নেতা মামুনুর রহমান মামুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত যুবদল নেতা জাহাঙ্গীর, জেলা তথ্য অফিসার মুহাম্মদ আবুল খায়ের, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, শেরপুর সহ রাজনৈতিক ও সামাজিক গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা জুলাইয়ের মায়েদের আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তাঁদের অবদানে অনুপ্রাণিত হয়ে আগামী প্রজন্ম দেশপ্রেম ও মূল্যবোধে গড়ে উঠবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন অতিথিগণ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন