শেরপুর জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর সদর উপজেলা ও শেরপুর পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। শেরপুর সদর উপজেলা ছাত্রদলের নয়া কমিটিতে সভাপতি হয়েছেন হুমায়ুন কবির ইমরান ও সাধারণ সম্পাদক হয়েছেন আশরাফুল আলম রাসেল। এছাড়া শেরপুর পৌরসভা ছাত্রদলের নয়া কমিটির সভাপতি হয়েছেন সাকিবুল হাসান তারা এবং সম্পাদক হয়েছেন রাকিব হাসান। ১১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ওই কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে নতুন কমিটির নেতৃবৃন্দদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
নতুন কমিটিকে স্বাগত জানিয়েছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম আহমেদ সিদ্দিকী বাবু বলেন, দীর্ঘদিন যারা ত্যাগ স্বীকার করেছেন, দলের বিপদে আপদে সম্মুখ সমরে ছিলো দল তাদেরকে মূল্যায়ন করেছে। কেন্দ্র ঘোষিত কমিটি অত্যন্ত ভালো হয়েছে। এছাড়াও কেন্দ্র যাদের যোগ্য স্থানে রাখার প্রয়োজন মনে করেছেন তাদেরকেই রেখেছেন।এদিকে পৌর ছাত্রদলের সদ্য বিলুপ্ত কমিটির সদস্যসচিব খালেদুজ্জামান সিদ্দিকী আসিফ বলেন কেন্দ্র একতরফা কমিটি গঠন করে দিয়েছে। শেরপুর পৌর ও থানা কমিটিকে কোন প্রকার কর্মী সম্মেলন না করেই এবং যারা তেগী বিগত আন্দোলন সংগ্রামের এবং জেল জুলুম এটা যে এর মধ্যে আমি সহ অনেকেই কমিটিতে স্থান করে নিতে পারেনি বা আমার জানামতে আমার সাথে যারা আন্দোলনে সংগ্রামে পাশে ছিল আমার কমিটির অনেককেই বর্তমান কমিটিতে রাখা হয়নি। তাই আমি কেন্দ্রীয় কমিটিকে আগামী কমিটিগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে কমিটিগুলি দেওয়ার আহ্বান জানাচ্ছি ।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন