সুলতান আহমেদ ময়না (শেরপুর প্রতিনিধি)
শেরপুর জেলার সদর থানাধীন মুন্সিরচরের পশ্চিমপাড়া এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী, দুর্ধর্ষ সন্ত্রাসী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ বাবুল মিয়া (৪২) কে মাদক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর।
মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে। বাবুল মিয়া জামালপুর জেলার সরিষাবাড়ী থানার ২০১৯ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। আটককৃত বাবুল মিয়ার বাড়ি তল্লাশি করে স্থানীয়দের উপস্থিতিতে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত বাবুল মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে দুটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে। সে এলাকায় ত্রাস সৃষ্টি করে স্থানীয়দের আতঙ্কগ্রস্ত রাখত এবং মাদক ব্যবসায়ের জন্য কুখ্যাত ছিল।
আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন