শেরপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি ৮ সেপ্টেম্বর

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে শেরপুর জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশনের গণশুনানি। আগামী ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।
গণশুনানিতে শেরপুর সদরের যেকোনো সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা গ্রহণকালে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার নাগরিকরা তাদের অভিযোগ উপস্থাপন করতে পারবেন।
অভিযোগ গ্রহণের জন্য গত ২৬ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর বিকাল ৫টা পর্যন্ত শেরপুর শহরের থানা মোড়, ডিসি গেইট ও খোয়ারপাড় ট্রাফিক বক্স এলাকায় বুথ স্থাপন করে ফরম বিতরণ করা হচ্ছে। এ সময়ের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া নাগরিকরা ৮ সেপ্টেম্বরের গণশুনানিতে তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন।
অভিযোগ গ্রহণ ও ফরম বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় জামালপুরের সহকারী পরিচালক মোঃ কামরুজ্জামান, উপসহকারী পরিচালক মোঃ জিহাদুল ইসলাম ও উপসহকারী পরিচালক মোঃ আতিউর রহমান।
গণশুনানিতে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে দুর্নীতির অপরাধ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ।
এ আয়োজন যৌথভাবে করছে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় জামালপুর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, শেরপুর। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, শেরপুর।
যোগাযোগের ঠিকানা:
উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, জামালপুর।
মোবাইল: ০১৭৬০-৯৯২৫৮৬,
ই-মেইল: dd.ido.jamalpur@acc.org.bd
শেরপুর জেলায় তিনটি বুথে শেরপুর জেলা স্কাউট ও দুর্নীতি দমন কমিশনের শেরপুর জেলার সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোঃ তপন সারোয়ার উপস্থিত থেকে সহযোগিতা করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)