শেরপুর জেলার নকলা উপজেলায় ভিমরুলের কামড়ে মো. রায়হান মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার মমিনাকান্দা গ্রামের ভাইট্রাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। সে ওই এলাকার খোরশেদ আলীর ছেলে।
জানা গেছে, শিশু রায়হান সকাল আনুমানিক ৬টার দিকে ঘুম থেকে উঠে অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশেই খেলাধুলা করছিল। হঠাৎ ভিমরুলের কামড়ে আক্রান্ত হয় সে। অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিলে পরিবারের লোকজন তাকে বাড়ি নিয়ে আসে।
পরে রায়হানের শারীরিক অবস্থা আরও অবনতি হলে আবারও তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার পরিবার। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে পথেই মারা যায় শিশুটি।এই ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন