সরিষাবাড়ী প্রতিনিধি ।।
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিনের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাছিনা বেগম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হাসান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী, আবাসিক মেডিকেল অফিসার ডা. বিচিত্রা রানী দে, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সরিষাবাড়ী কলেজের প্রভাষক খায়রুল আলম শ্যামল, উপজেলা জামায়াতের আমির ইঞ্জি. মাসুদুর রহমান দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন