১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙ্গে পড়ায় অল্পের জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা রক্ষা পেল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


নিজস্ব প্রতিবেদক \ 

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামে অবস্থিত ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ভেঙে পড়ায় অল্পের জন্য শিক্ষক ও শিক্ষার্থীরা রক্ষা পেয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ ৭ আগষ্ট সকালে। জানা যায়, ১নং কুটামনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বেশ পুরনো এবং ঝুঁকিপূর্ণ ছিল, যার কারণে এই দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। অফিস ও শ্রেণিকক্ষের ভেতরের বিম ও অন্যান্য স্থানে ভেঙে পড়লে বিকট শব্দ হয় এবং ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে যায়। তবে, সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি।


স্থানীয় সূত্রে জানা যায়, ভবনটির ছাদ ও দেয়াল বেশ দুর্বল হয়ে গিয়েছিল এবং ছাদ ধসে পড়ার আশঙ্কা ছিল। দীর্ঘদিন ধরে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও সংস্কার করা হয়নি। ঘটনার দিন, শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস করার সময় হঠাৎ করেই বিকট শব্দে ছাদের কিছু অংশ ভেঙে পড়ে।

খবর পেয়ে অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। শিক্ষকরা এই ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চালিয়ে যেতে অপারগতা প্রকাশ করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)