সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ আগস্ট মঙ্গলবার বিকেলে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শেরপুর জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি ও শহর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ।
বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক। এ অভ্যুত্থানের মাধ্যমে জনগণ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছে। এই অর্জন জনগণের এবং বিএনপির নেতৃত্বাধীন আন্দোলনের সফলতা।
জেলা আহ্বায়ক এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম বলেন, শেরপুরসহ সারা দেশের মানুষ আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। এই গণঅভ্যুত্থান প্রমাণ করেছে সরকার জনগণের নয়।
সঞ্চালক অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ বলেন, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে। এই বিজয় র্যালি সেই সংগ্রামের ফল এবং ভবিষ্যতের পথনির্দেশ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, জেলা যুবদলের সভাপতি ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সদর থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফাহিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, শহর বিএনপির আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান ও সদস্য সচিব আবু জাফর।
এছাড়া জেলা বিএনপি শহর বিএনপি , জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন, সাঃ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল,সহ সদর উপজেলা, অন্যান্য চার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বিজয় র্যালি ও সভায় অংশগ্রহণ করেন। বক্তারা সবাই আন্দোলনে শহীদদের স্মরণ করেন এবং বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন