বকশীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সাথে সাথে বিদায়ী ইউএনও মতবিনিময়

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি 
জামালপুরের বকশীগঞ্জ কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় করেছেন সদ্য বদলীর আদেশাধীন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা। ২৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী,আমিনুল হক,পরিমল চন্দ্র সাহা, নূর মোহাম্মদ, বনিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের সহ অনেকে। বক্তব্যে মুক্তিযুদ্ধরা বলেন,ইউএনও মাসুদ রানা অত্যাধিক ভালো মানুষ ছিলেন। মুক্তিযোদ্ধাদের সাথে গভীর সম্পর্ক ছিলো তার। যেকোনো কাজ নিয়ে গেলে সঙ্গে সঙ্গে তা করে দিয়েছে। আমাদের অন্তরের অন্তর থেকে যে ভালবাসছে এই ভালোবাসার কথা আমরা তা অনুসরণ করব। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা ভালো সুযোগ্য একজন ইউএনও হারালাম। তাঁর পরিবারের কল্যাণ, সুস্বাস্থ্য, দীর্ঘজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।বিদায়ী ইউএনও কে ক্রেস্ট প্রদান করেন মুক্তিযুদ্ধারা। বিদায়ী ইউএনও মাসুদ রানা বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ থাকবো। তিনি সবার কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য, ইউএনও মাসুদ রানাকে ময়মনসিংহ বিভাগে কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে বদলি করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)