শেরপুরে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মিছিল ও মানববন্ধন

মোঃ সাইদুর রহমান সাদী
0


সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 

২৬ আগষ্ট বারটার সময় শেরপুর জেলা শহরের নারায়নপুর মহল্লায় অবৈধভাবে সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসী শহর প্রদক্ষিণ করে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে ভুক্তভোগীরা জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে জানানো হয়, শ্রী প্রবাল সূত্রধর (৩২), পিতা শ্রী প্রভাত সূত্রধর, সাং নারায়ণপুর, শেরপুর সদর, জেলা শেরপুরসহ নারী-পুরুষ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে মানববন্ধন শেষে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্বপুরুষের আমল থেকে চলাচলের সরকারি রাস্তা মোঃ ছফিল (৫৫) ও মোঃ মফিল (৫০), পিতা ইউনুছ হাজী, সাং নারায়ণপুর, শেরপুর সদর অবৈধভাবে ইটের বাউন্ডারি নির্মাণ করে দখল করে রেখেছেন। এতে এলাকার মানুষ চলাফেরায় ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে অসুস্থ রোগীকে অ্যাম্বুলেন্সে নেওয়া কিংবা মৃতদেহ দাফনের জন্য নেওয়ায় মারাত্মক সমস্যা হচ্ছে।

অভিযোগে আরও বলা হয়, এ বিষয়ে প্রতিবাদ করলে বিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। গত ১০ মার্চ সকালে এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিরা রাস্তা দখল না করার অনুরোধ জানালে বিবাদীরা জোরপূর্বক দখল অব্যাহত রাখার হুমকি দেয় এবং প্রতিবাদকারীদের হত্যার হুমকিও প্রদান করে।

ভূমির তফসিলে উল্লেখ করা হয়েছে, মৌজা- নারায়ণপুর, থানা ও জেলা- শেরপুর, বি আর এস খতিয়ান নং- ১, দাগ নং- ২১৭৩, পরিমাণ ১০ শতাংশ জমি সরকারি রাস্তার অংশ।

অভিযোগের প্রেক্ষিতে বিপুল সংখ্যক এলাকাবাসীর স্বাক্ষরিত আবেদনটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজিয়া জেসমিন। তিনি ভুক্তভোগীদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

সে সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায় মোঃ মামুনুর রহমান মামুন, শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না, ছাত্র আন্দোলনের আহত যুবদল নেতা জাহাঙ্গীর আলম সহ বিপুলসংখ্যক মহিলা ও এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)