আজ ৪ আগস্ট সকাল থেকে জেলা পরিষদ, স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন ও আমার চোখে জুলাই বিপ্লব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে।
সে উপলক্ষে সকালে শেরপুর জেলা শহরের জি কে পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বৃক্ষরোপন শুরু করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জেবুননেছা শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, জেলা শিক্ষা অফিসার রেজওয়ান, জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুর শাখার শুরা সদস্য ও দলীয় মনোনীত পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন, জি কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমনজুরুল ইসলাম। সে সময় রক্ত সৈনিক শেরপুর স্কুলে বৃক্ষরোপণ করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন