বকশীগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেক ফরিদ
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে নাশকতা মামলায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আ'লীগের সহ সভাপতি ও ইউপি সদস্য শেক ফরিদ (৪৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ আগষ্ট) দুপুর ১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার ব্র্যাক রোডে সাধুরপাড়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আ'লীগ নেতা শেক ফরিদ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত আব্দুল সালামের ছেলে। জানাগেছে, সোমবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার ব্র্যাক রোডে সাধুরপাড়া ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর বাসায় সাধুরপাড়া ৯নং ওয়ার্ড আ'লীগের নেতা কর্মীরা গোপন বৈঠক করছিলো এমন খবরে পুলিশ গিয়ে ওয়ার্ড আ'লীগের সহ সভাপতি ও ইউপি সদস্য শেক ফরিদ গ্রেফতার করে। থানায় পূর্বে দায়েরকৃত নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয় । বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহম্মেদ সত্যতা নিশ্চিত করে জানান, তাকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)