সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।
শেরপুরে নবগঠিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শেরপুর জেলা শাখা-এর আয়োজনে এক পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১লা আগস্ট (বৃহস্পতিবার) সকাল ১১টায় শহরের গোয়ালপট্টি এলাকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গোপাল জিয়র মন্দির প্রাঙ্গণে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবগঠিত জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার এবং সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শ্রী সুব্রত চন্দ্র দে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শেরপুর জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আলহাজ্ব সিরাজুল ইসলাম। তবে ব্যক্তিগত কারণে তার অনুপস্থিতিতে, জেলা বিএনপির পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন দলটির সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ।
তাছাড়া আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী, শেরপুর জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ।
আলোচনা সভায় বক্তারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, বাংলাদেশের পূজা উদযাপন ফ্রন্ট সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বীদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবে এবং দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জাতীয় ঐক্য গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
এছাড়াও নবগঠিত জেলা কমিটির সদস্যরা তাদের পরিচিতি পর্বে সংগঠনের উদ্দেশ্য, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন