সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।।শেরপুরসহ গারো পাহাড় সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ হয়েছে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়।ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় শাড়ি, আড়াই লাখ পিস বিড়ি, ৫০০ পিস গামছা, এক হাজার ১৫০ কেজি মটরশুটি, একটি মোটরসাইকেল ও চারটি গরু জব্দ করে।জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন