সুলতান আহমেদ ময়না (শেরপুর প্রতিনিধি)
শেরপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৫ আগস্ট সোমবার বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনীছা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানী সুরাইয়া মিলোজ, সহকারী জেলা শিক্ষা অফিসার (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) আ. ল. ম. শফিকুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপি প্রদানকালে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, “আমাদের প্রাণের পাঁচ দফা দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নে এগুলো বাস্তবায়ন করা জরুরি।”
শিক্ষক সমিতির ৫ দফা দাবি :
১. স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা।
২. সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান নিশ্চিত করা।
৩. আঞ্চলিক উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা।
৪. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্যপদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।
৫. বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেল মঞ্জুরীর আদেশ দ্রুত প্রদান।
শিক্ষকরা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন হলে মাধ্যমিক শিক্ষার শৃঙ্খলা ফিরবে এবং শিক্ষার মানোন্নয়ন সম্ভব হবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন