শেরপুর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির পালন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।

৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শেরপুর সদর উপজেলা সহ চার উপজেলায় বর্ষপূর্তির মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি ও শহর বিএনপি থানা বিএনপির উদ্যোগে বিকালে বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেরপুর সদরে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, থানা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোঃ হযরত আলী, জেলা বিএনপি যুগ্ন আহবায়ক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা যুবদলের সাঃ সম্পাদক মোঃ আতাউর রহমান আতা, ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল, সহ ইউনিয়নের নেতৃবৃন্দ সহ একটি মিছিল শেরপুর শহর প্রদক্ষিণ করে বিএনপির রঘুনাথ বাজার কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এছাড়াও ঝিনাইগাতী উপজেলায়তে জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান এর নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় সেখানে ঝিনাইগাতী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । নকলা উপজেলাতে জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক ফাহিম চৌধুরী ও জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মাসুদ সহ নকলা উপজেলার বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ একটি মিছিল শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে সমর্থন সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। নালিতাবাড়ীতে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এডভোকেট সিরাজুল ইসলাম ও জেলা বিএনপির সিরিয়াল ফজলুর রহমান তারার নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে বাজারে এসেছে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয় সমাবেশে আরো উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শ্রীবরদী উপজেলায় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের নেতৃত্বে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত একটি বিশাল মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যে এসে শেষ করে । আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি যুগ্ন আহবায়ক আবু রায়হান রূপম। শেরপুর জেলা সহ চারটি উপজেলায় বিএনপির এই সমাবেশ গন অভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরেন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)