শেরপুর প্রেসক্লাব জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

মোঃ সাইদুর রহমান সাদী
0


সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি।। 

৫ আগষ্ট মহান জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি  উপলক্ষে শেরপুর প্রেসক্লাব তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছেন। প্রথম কর্মসূচি পাঁচই আগস্ট দিনের শুরুতেই শেরপুর প্রেসক্লাব সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় শেরপুর সদরে শহীদ মাহবুব আলম এর কবরে শেরপুর প্রেসক্লাব কর্তৃক পুষ্পস্তক অর্পণ করেন ও বেলা সাড়ে দশটায় শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে দোয়া ও মিলাদ মফিল অনুষ্ঠিত হয়। বেলা বারোটায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে  বৃক্ষরোপণ করা হয়।  পুষ্প স্তবক অর্পণ ও বৃক্ষরোপনে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাঃ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সহ-সভাপতি মনিউর রহমান মনি, কোষাধক্ষ্য জোবায়দুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান রিপন,  কার্যকরী সদস্য হোসাইন মোল্লা, সুলতান আহমেদ ময়না, শাহরিয়ার শাকির, সাংবদিক রাসেল, সাংবাদিক আমিনুল ইসলাম, , সিফাত, সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

দ্বিতীয় কর্মসূচি ৬ই আগস্ট  শেরপুর প্রেসক্লাব মিলন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে বিকাল ৪ ঘটিকায় চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। তৃতীয় কর্মসূচি  বিতর্ক প্রতিযোগিতা স্কুল পর্যায়ে  বিতর্ক প্রতিযোগিতা  বিষয় - সর্বস্তরে সংস্কারই নতুন বাংলাদেশ গড়ার চালিকা শক্তি। সকাল সাড়ে দশ ঘটিকার সময় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে  অনুষ্ঠিত হইবে। দোয়া মাহফিল পরিচালনা করেন শিল্পকলা জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ লুৎফর রহমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)