বকশীগঞ্জে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের এই দলটি গঠন করেন। এ উপলক্ষ্যে আজ ১ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের পদ বঞ্চিতদের আয়োজনে, বীর মুক্তিযোদ্ধা সাবেক আইজিপি ও সাবেক সচিব বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুল কাইয়ুমের সহযোগিতায়, পৌর এলাকার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের পদ বঞ্চিতদের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচীব আব্দুল কাইয়ূমের সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভিপি ফরিদ উদ্দিন ফরিদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান বাবুল, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক পুলিশ সুপার মোজাম্মেল হক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বিদ্যুৎ সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাফিজুর রহমান ফিরুজ,বগারচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর, মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রঞ্জু মাষ্টার, সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাজহারুল আনছারী, নিলক্ষিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান, সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি আবু মোতালেব, যুবদলের সাবেক সভাপতি সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জ্বল, পৌর শ্রমিক দলের সভাপতি ফরহাদ হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল, ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ আল আমিন সহ আরো অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)