বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী শেরপুর জেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। এরপর দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচার করা হয়।
বিকেলে শহরময় বর্ণাঢ্য র্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশিদ পলাশ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান তারা, শফিকুল ইসলাম মাসুদ, শহর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান, ফাহিম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক ও থানা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট আলহাজ্ব মো. আতাহার আলী, শেরপুর জেলা আদালতের স্পেশাল পিপি আশরাফুল নাহার রুবি, জেলা বিএনপির সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক রুমী, মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা, যুবদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা,জেলা তাতীদলের দলের আহ্বায়ক লালন মোল্লা,যুবদলের সিনিয়র সহসভাপতি জিতেন্দ্র মজুমদার, সহসভাপতি মীর কাসেম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মোল্লা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন, সহসভাপতি ফয়সাল খান তোতা ও কামরুজ্জামান, ছাত্রদলের সভাপতি বাবু সিদ্দিকী, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ। অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো জেলা বিএনপি কার্যালয় চত্বর উৎসবমুখর হয়ে ওঠে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন