শেরপুর: নতুন বই, নতুন বন্ধু আর নতুন স্বপ্ন নিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য শেরপুরের কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত ওরিয়েন্টেশন ক্লাস। জেলার অন্তত ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে নবীন শিক্ষার্থীদের আগমনে ক্যাম্পাস প্রাঙ্গণ।
অনেক কলেজ শিক্ষার্থীদের বরণ করে নেয় রজনীগন্ধা ফুল দিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর জীবনের প্রথম কলেজ ক্লাসে অংশ নিতে পেরে শিক্ষার্থীরা জানিয়েছে, এটি তাদের জীবনের এক নতুন অধ্যায়। কেউ বলছে রোমাঞ্চকর, কেউবা জানিয়েছে দুঃখও আছে—কারণ অনেক বন্ধু পাশ করতে পারেনি, কেউ কেউ আবার শেরপুর ছেড়ে অন্যত্র ভর্তি হয়েছে। তবে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধু পাওয়ার আনন্দটাই বড় প্রাপ্তি।
শেরপুরের অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান মডেল গার্লস ডিগ্রি কলেজে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন ক্লাস ছিল জমজমাট। অন্যদিকে জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজেও শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল প্রাণচাঞ্চল্য।
শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ বলেন, “আগামীকাল থেকেই শেরপুরের সব কলেজে নিয়মিত ক্লাস শুরু হবে। নতুন শিক্ষার্থীরা প্রথম থেকেই অধ্যয়নে মনোযোগী হয়ে উঠুক—এটাই আমাদের প্রত্যাশা।”
শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের শুভেচ্ছা আর উৎসাহে মুখরিত এই দিনটি শিক্ষার্থীদের জীবনে হয়ে থাকল এক স্মরণীয় সূচনা।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন