শ্রীবরদীর লঙ্গরপাড়া প্রিমিয়ার লীগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর প্রতিনিধি ।।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার লঙ্গর পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রিমিয়ার লীগের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর রবিবার বিকেলে লংগরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন বিএনপি'র সভাপতি আশরাফুল কবির রুপার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খড়িয়াকাজির চর ইউনিয়নের কৃতি সন্তান ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য মাহমুদুল হাসান মুক্তা, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান মো শাহ জাহান, স্থানীয় ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক মো রফিকুল ইসলাম।
এসময় উপজেলা ও স্থানীয় ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং প্রায় তিন হাজারের অধিক ফুটবল প্রেমীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)