শেরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ২০২৫ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও যথাযথ মর্যাদায় উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. হাফিজা জেসমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জেলার পূজা আয়োজনে প্রয়োজনীয় সমন্বয়, নিরাপত্তা ও নাগরিক সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় গৃহীত প্রধান সিদ্ধান্তসমূহ : পূজার সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিতকরণে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সে লক্ষ্যে স্থানীয় কমিটি গঠন, দায়িত্ব বণ্টন ও কার্যকর বাস্তবায়ন পরিকল্পনা চূড়ান্তকরণ। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা। জরুরি সেবা প্রটোকল ও জনসচেতনতা বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ। শান্তিপূর্ণ ও সম্মানজনক পরিবেশে দুর্গাপূজা পরিচালনা নিশ্চিত করা।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, সেনাক্যাম্পের মেজর মাইদুল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও সদর পৌর প্রশাসক শাকিল আহমেদ, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহিন,৩৯ বিজিবির উপঅধিনায়ক, এনএসআইয়ের উপপরিচালক বশির আহমেদ, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জামায়াতে ইসলামী জেলা আমির মাওলানা আলহাজ্ব মো. হাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নজরদারির আশ্বাস দেন। তিনি পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আইন-শৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার আহ্বান জানান।
পূজা উদযাপন ফ্রন্টের বক্তব্য শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার বলেন, “৫ আগস্টের পর আমরা শেরপুর জেলায় একটি জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে চাই। সে লক্ষ্যে প্রশাসন ও পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের ভলান্টিয়ার টিমও কাজ করবে।”
এসময় জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শ্রী সুব্রত দে বলেন, “এই নতুন সরকারের আমলে আমরা একটি প্রাণবন্ত ও চমৎকার দুর্গাপূজার মহোৎসব পালনের আশা করছি। এজন্য সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।”
সভায় জেলার পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন