বকশীগঞ্জে নবাগত ইউএনওকে বরণ করলেন মুক্তিযোদ্ধারা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করেছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, বীর প্রতীক বশির আহমেদ, মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, পরিমল চন্দ্র সাহা, খলিল, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা আব্দুল্লাহ আল মাসুদ ও আহ্বায়ক জোবায়ের আল সিদ্দিকীসহ আরও অনেকে।
এসময় ইউএনও শাহ জহুরুল হোসেন মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এই দেশের গর্ব। আপনাদের পারিবারিক ও সামাজিক যেকোনো সমস্যায় রাষ্ট্র যেমন পাশে থাকবে, আমিও সর্বোচ্চ চেষ্টা করব পাশে দাঁড়াতে। রাস্তাঘাটসহ যেকোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। আপনাদের অভিজ্ঞতা অমূল্য, আমরা সেই অভিজ্ঞতার আলোকে তরুণ প্রজন্মের শক্তি দিয়ে কাজ করব। আপনাদের অভিজ্ঞতা আর আমাদের তারুণ্য মিলেই বকশীগঞ্জের উন্নয়ন সম্ভব।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)