আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শেরপুর জেলা শাখার উদ্যোগে নানা আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০টায় শেরপুর জেলা শহরের পুরাতন গরুহাটি মোজাদ্দেদ আলফেসানী মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার বিষয় ছিল— কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী কবিতা আবৃত্তি এবং বক্তৃতা (বিষয়: পবিত্র মিলাদুন্নবী দঃ)। এতে জেলার বিভিন্ন মাদ্রাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি বিষয়ে প্রথম থেকে দশম স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সেতু জেলা শাখার সাধারণ সম্পাদক আহমাদ জুবায়ের কাদেরীর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন জাকির।
প্রধান বক্তা ছিলেন যুবসেনা শেরপুর জেলা শাখার মোঃ মুখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাদ্দেদিয়ার প্রতিষ্ঠাতা ও পরিচালক গোলাম কাদির কিবরিয়া। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত ঝিনাইগাতীর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জামাল উদ্দিন শেখ।
এছাড়াও বিশেষ আকর্ষণীয় অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা আনোয়ারা সুলতানা সুন্নিয়া মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা জাকির হোসেন। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক হীরা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রানু এবং শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য সুলতান আহমেদ ময়না।
অনুষ্ঠানের সহযোগী ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শেরপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মিরাজ হুসাইন।
সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন