জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আশরাফুল ইসলাম বুলবুল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌর এলাকার কাঠ গোলাপ রেস্টুরেন্টে স্থানীয় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন, বকশীগঞ্জ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক জুলফিকার খোকন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি ও জিয়া হেলথ কমপ্লেক্সের পরিচালক ডা. কাজী তারিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর এপোলো হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাজেদুর রহমান সাজু, আইডিয়াল হাসপাতালের এমডি কামরুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবায়দুল ইসলাম শামীমসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে আশরাফুল ইসলাম বুলবুল মালিকদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও উন্নয়নমূলক প্রস্তাব শোনেন। তিনি বলেন, “আমি সবসময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিকদের অধিকার রক্ষায় কাজ করেছি, ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”
প্রচারণাকালে স্থানীয় ক্লিনিক মালিকরা তার প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনে তাকে বিজয়ী করার অঙ্গীকার জানান।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন